শীত কিংবা গরম, সবসময়েই কম-বেশি মশার উপদ্রব পোহাতে হয়। মশার উপদ্রব বেশি হলে কয়েল অথবা এরোসল স্প্রে-ই ভরসা। এখন আবার মশা মারার ইলেকট্রিক ব্যাটও পাওয়া যাচ্ছে। কিন্তু এই ব্যটেও যে খুব একটা লাভ হয় তা কিন্তু না। এদিকে কয়েলে রয়েছে নানান রকমের স্বাস্থ্যঝুঁকি যা আমাদের অনেকেরই জানা নেই। তারপরও আমরা প্রতিদিন জ্বালিয়ে যাচ্ছি এই ভয়াবহ ক্ষতিকর কয়েল।
প্রতিনিয়ত ব্যাট, এ্যারোসল আর কয়েলের পিছে ছুটতে ছুটতে কতোটা ব্যয় হচ্ছে কখনো ভেবে দেখেছেন কি? আজই একটু হিসেবটা কষে দেখুন সারাবছর এই মশার পিছে কতো টাকা ঢালছেন। অথচ একটা প্রক্রিয়া জানা থাকলে একদম অল্প খরচে সারাবছর আপনি রেহাই পেতে পারেন এই বিরক্তিকর মশার উপদ্রব থেকে।
মশা মারার এই প্রক্রিয়া হলো:
→ ২ লিটারের একটি কোকাকোলা বা সেভেনআপের প্লাষ্টিকের বোতল নিন। এবার একটি চাকু দিয়ে বোতলটির উপর থেকে কয়েক ইঞ্চি নিচে মাঝামাঝিতে, অর্থাৎ সরু থেকে মোটা হতে যাওয়ার শুরুটায় কেটে উপরের অংশটুকু আলাদা করে রাখুন।
→ এখন নিচের অংশে একটা কাপের তিন ভাগের দুই ভাগ পরিমাণ খোলা চিনি বা ব্রাউন সুগার নিন।
→ এরপর এতে ফুটানো পানি এক কাপ ও এক চামচের তিন ভাগের দুই ভাগ পরিমাণ ইস্ট নিন।
→ এবার কেটে রাখা বোতলের উপরের অংশটি থেকে বোতলের ছিপিটা ফেলে দিয়ে উপরের সরু অংশটুকু নিচের অংশটিতে যতোটুকু ঢুকানো যায় চাপ দিয়ে ঢুকিয়ে নিন।
→ এবার প্রয়োজনমতো টেপ পেঁচিয়ে বোতলের দুটি অংশকে জোড়া লাগিয়ে নিন।
→ এখন এই বোতলটি বাসার যেকোন এক কোণে রেখে দিন। এই প্রক্রিয়ার ফলে আপনার বাসার সব মশা জমা হবে এই বোতলের খোলা অংশে। টানা বছর খানিক আপনার বাসা মশার উপদ্রব থেকে রেহাই পাবে এই প্রক্রিয়াটিতে।
(সংগৃহীত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment