Monday, February 11, 2019

পেট্রলিয়াম জেলি ব্যবহারে ঠোঁট জ্বালা করলে তার সমাধান!


শীতে পেট্রলিয়াম জেলি ব্যবহার করা ছাড়া ঠোঁট ঠিক রাখা সত্যিই দুষ্কর। তাই আমরা শীতে পেট্রলিয়াম জেলি ব্যবহার করে থাকি। তবে অনেকের ক্ষেত্রে সমস্যা হলো পেট্রলিয়াম জেলি ব্যবহার করলে তাদের ঠোঁট জ্বালা করে। এর কারণ হলো- তাদের ঠোঁটের স্কিন খুবই সেনসিটিভ হওয়ায় এমনটি হয়ে থাকে। আর সাধারণত দেখা যায় সুগন্ধিযুক্ত পেট্রলিয়াম জেলি ব্যবহার করলে এমনটি হয়ে থাকে। 
কারণ পেট্রলিয়াম জেলিতে সুগন্ধি যোগ করার কাজে যেসব কেমিক্যাল ব্যবহার করা হয় তা সবার স্কিন সমানভাবে গ্রহণ করতে পারে না, ফলে কারো কারো ঠোঁটের স্কিন জ্বালা করে।
এ সমস্যার সমাধান হলো ঠোঁটে সুগন্ধিবিহীন পেট্রলিয়াম জেলি ব্যবহার করা কিংবা পমেড ব্যবহার করা।
আর সুগন্ধিবিহীন পেট্রলিয়াম জেলির মধ্য অন্যতম হলো Vaseline।
আবার সব Vaseline পেট্রলিয়াম জেলিও সুগন্ধিবিহীন নয়। চিত্রে দেওয়া ১নং Vaseline টি সুগন্ধিবিহীন এবং ২নং Vaseline (Selfie Pure Vaseline) টি সুগন্ধিযুক্ত। তাই Vaseline হলেও উক্ত ২নং Vaseline টি ব্যবহারের ফলে অনেকের ঠোঁট জ্বালা করে।
তাই এই সমস্যার সমাধান পেতে হলে সুগন্ধিবিহীন পেট্রলিয়াম জেলি ব্যবহার করতে হবে।
© মোঃ মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment