Sunday, August 4, 2019

বাসাবাড়ি থেকে মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছের ব্যবহার!


বাসার বারান্দায় ল্যাভেন্ডার গাছ লাগান। 
এই ফুলের গন্ধে মশা পালায়। ফুল খুব সুগন্ধযুক্ত এবং দেখতেও খুব সুন্দর। মজার ব্যাপার হলো এই ফুলের গন্ধে মানুষের ভালো ঘুম হয়। এটা থেকে সুগন্ধি তেলও তৈরী করা যায় যা পারফিউম তৈরীতে ব্যবহার করা হয়। উন্নত দেশে বিষাক্ত মশা থেকে রক্ষা পেতে বাড়ির আঙিনায় এই গাছের চাষ করা হয়। আমাদের দেশে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রেহাই পেতে আপনার বাসার বারান্দায় বা আঙিনায় এই গাছ লাগাতে পারেন।
শখ যদি স্বাস্থ্য সুরক্ষার কাজে আসে তবে আসুন সবাই এমন শখ গড়ে তুলি।

♦কোথায় পাবেন?
প্রায় সারাদেশে বৃক্ষমেলা চলছে, সেখান থেকে সংগ্রহ করতে পারেন কিংবা স্থানীয় বড় নার্সারীতেও পাওয়া যাবে।
দামঃ ৫০- ২০০ টাকা পর্যন্ত নেবে।

♦ কীভাবে রোপণ ও পরিচর্যা করবেন?
এটি খরা সহ্যক্ষমতাসম্পন্ন গাছ। স্বাভাবিক নার্সারীর মাটিতেই জন্মে। কমপক্ষে ১৫ ইঞ্চি লম্বা টবে লাগাতে হবে, গাছ ৩-৪ ফুট লম্বা হয়। বাসার যে পাশের বারান্দায় সূর্যের আলো আসে সেদিকে রাখতে হবে, যেন পর্যাপ্ত সূর্যের আলো পায়। একদিন পরপর দিনে একবার পানি দিলেই হবে (সন্ধার পর অথবা সকালে)।
লক্ষ রাখবেন গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে।

সবার সুস্বাস্থ্য কামনায়,
কৃষিবিদ মোকাম্মেল সোহেল।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment